বেঙ্গালুরুর পাবে যুবককে বেধড়ক মার বিধায়কপুত্রের

বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারিঃ বেঙ্গালুরুর একটি পাবে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কর্ণাটকের এক বিধায়কের ছেলের বিরুদ্ধে। বিধায়ক এনএ হরিশ নামে ওই বিধায়কের ছেলে মহম্মদ নালাপাড়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ ইউবি সিটির একটি পাবে বন্ধুদের নিয়ে নৈশভোজ করতে গিয়েছিলেন ভিডওয়াথ নামে আক্রান্ত ওই যুবক। ওই একই পাবে এসেছিল নালাপাড়। ভিডওয়াথের একটি প্লাস্টার থাকায় তিনি পা ছড়িয়ে বসেছিলেন। তাই নিয়েই নালাপাড় ও তার বন্ধুদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। ভিডওয়াথকে মারধর করতে শুরু করেৃ নালাপাড়। ভিডওয়াথকে কোনোক্রমে বের করে নিয়ে গিয়ে তাঁর বন্ধুরা পাশের মালিয়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেও ভিডওয়াথকে একপ্রস্থ মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল বিজেপি ও জেডিএস। নালাপাড়ের পাশাপাশি তার বাবা বিধায়ক এনএ হরিশের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছে তারা। চাপের মুখে কংগ্রেস জানিয়েছে, নালাপাড়কে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oeA71K

February 18, 2018 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top