শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ চলন্ত ট্রেন থেকে মেয়ে পড়ে গিয়েছে জেনে ঝাঁপ দিলেন মা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা পারমিতা পাল (৩২)। বর্তমানে তিনি শিলিগুড়ির খালপাড়ার একটি নার্সিংহোমে চিকিত্সাধীন। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা। অন্যদিকে, শিশুটির অবস্থা স্থিতিশীল। প্রাথমিক চিকিত্সার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এনজেপি স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠেছিলেন দুর্গাপুরের এক দম্পতি। এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশন পৌঁছানোর আগেই ঘটনাটি ঘটেছে। বছর তিনেকের মেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছে বলে অনুমান করেন পারমিতাদেবী। মেয়েকে বাঁচাতে তিনিও ট্রেন থেকে ঝাঁপ দেন। এরপরই সহযাত্রীরা চিত্কার শুরু করেন। রাঙ্গাপানিতে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিআরপি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ।পারমিতাদেবীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটিকেও রেললাইনের পাশ থেকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু মেডিকেল কলেজে আইসিইউতে জায়গা না থাকায় তাঁকে খালপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o5ctpa
February 18, 2018 at 12:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন