বিনয় তোপে সাংসদ আলুওয়ালিয়া

কলকাতা, ১৮ ফেব্রুয়ারিঃ দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন জিটিএ-র অস্থায়ী প্রধান বিনয় তামাং। কলকাতার গোর্খা ভবনে সাংবাদিক বৈঠক ডেকে আলুওয়ালিয়ার প্রতি আবার ক্ষোভ উগরে দিলেন বিনয়। বলেন, ‘দার্জিলিং পাহাড় এখন শান্ত। সেখানে গণতন্ত্র আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিমল গুরুংয়ের জীবন সংশয়ের প্রশ্ন উঠছে কেন? বিমল যদি সত্যিই নেতা হন তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন?’ পাহাড়ে বিমল গুরুংয়ে কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন বিনয়। পাহাড় যখন অশান্ত ছিল সেই সময় এখানকার সাংসদ কোথায় ছিলেন বলে প্রশ্ন তুলেছেন বিনয়।

বিনয় বলেন, ‘সাংসদকে পাহাড়ের মানুষ সমর্থন করেছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরে তিনি কতবার পাহাড়ে গিয়েছেন? পাহাড়ের জন্য তেমন অর্থ বরাদ্দও করেননি সাংসদ।’ তিনি আরও বলেন, ‘আলুওয়ালিয়া তো কেন্দ্রের পানীয় জল এবং স্যানিটেশন দপ্তরের প্রতিমন্ত্রী। অথচ দার্জিলিংয়ে পানীয় জলের ভয়াবহ সমস্যা রয়েছে। সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এই সমস্যা সমাধান করতে কিছুই করেননি। আগামী নির্বাচনে পাহাড় থেকে বিজেপি কীভাবে জয়ী হন তা মানুষ দেখবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2of90DL

February 18, 2018 at 11:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top