রেওয়া (মধ্যপ্রদেশ), ১৮ ফেব্রুয়ারিঃ কয়েকদিন আগেই রাজস্থানের শিক্ষামন্ত্রী কালীচরণ শরাফের প্রকাশ্যে প্রস্রাব করার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী যেখানে স্বচ্ছ ভারতের ওপর জোর দিচ্ছেন, সেখানে বিজেপি শাসিত রাজস্থানে একজন মন্ত্রী কীভাবে এই কাজ করতে পারে তা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। এর ঠিক উলটো দৃশ্য দেখা গেল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। সেখানকার একটি স্কুলে পরিদর্শনে এসেছিলেন বিধায়ক জনার্দন মিশ্র। এসে দেখেন স্কুলের শৌচাগারের প্যানে ময়লা জমে থাকায় পড়ুয়ারা সেটি ব্যবহার করতে পারছে না জেনে, নিজেই তা পরিষ্কার করতে শুরু করলেন বিধায়ক। তাও আবার খালি হাতে। বিধায়কের পোস্ট করা টুইটার ভিডিয়োতে দেখা যাচ্ছে, জনার্দন উবু হয়ে বসে প্যানের ভিতর থেকে ময়লা বের করছেন। তবে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিধায়ক। একই দিনে রাস্তায় ময়লা পরিষ্কারেও হাত লাগান বিধায়ক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Hmnr1j
February 18, 2018 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন