সিলেট :: মহান মাতৃভাষাকে স্মরণ করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের পরিচালনায় কবি ইসতাইন আহমদের কবিতায় দ্বিতীয় আবৃত্তি অ্যালবামের প্রস্তুতিতে ৭টি কবিতায় কণ্ঠধারণ শেষ। ‘একুশ মানে বাংলা’ কবিতাতে কণ্ঠ দিলেন মুক্তাক্ষরের আবৃত্তি প্রশিক্ষক বিমল কর।
‘একুশ মানে সৃষ্টি/ একুশ মানে বিশ্ববুকে বাংলা ভাষার দৃষ্টি’ যা ইউটিউব ও ফেইসবুকে ভাললাগার স্বাদ মেটাবে। ২য় অ্যালবামে দ্বৈত কণ্ঠ দিচ্ছেন পপি কর। অতিথি শিল্পী হিসেবে ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদের কথাশিল্পী আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তিকারত্ন অনিন্দিতা মোদক অ্যালবামে আবৃত্তিতে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক মাতৃভাষাকে শ্রদ্ধা স্মরণে সিলেট জেলায় বাচিকশিল্পীদের পক্ষ থেকে নতুন বছরে মুক্তাক্ষরের প্রথম পরিবেশনে ভাললাগার বহি:প্রকাশ ঘটাবে বলে আশাবাদী মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2of41CT
February 18, 2018 at 02:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন