বাইকের শোকে আত্মহত্যা যুবকের

রায়গঞ্জ, ১১ ফেব্রুয়ারিঃ বাইক না পাওয়ার শোকে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাটি রায়গঞ্জের সাহাপুরের। মৃত যুবকের নাম ফুল গোবিন্দ দাস (২৯)। ট্রাক্টরের ট্রলি নির্মাণ শ্রমিকের কাজ করতেন ওই যুবক।

ঘটনাটির সূত্রপাত গতকাল রাতে। কর্মসূত্রে মোটরবাইক নিয়ে কাশীবাটি যাচ্ছিল ওই যুবক। সেসময় চলছিল পুলিশের নাকা চেকিং। পুলিশ ফুলগোবিন্দের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চায়। কিন্তু সঙ্গে গাড়ির কাগজপত্র ছিলনা, মাথায় ছিলনা হেলমেটও। এই অজুহাতে পুলিশ তার মোটরবাইক সিজ করে নিয়ে তার হাতে সিজের কাগজ ধরিয়ে দেয়। এমনকী তার বিরুদ্ধে ১৭৭,১৮৩,১৯৮ ধারা প্রয়োগ করে। এরপর ফুলগোবিন্দ বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। আজ সকাল সাড়ে ৫টা নাগাদ মৃত্যু হয় ফুলগোবিন্দ দাসের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে।

মৃতের পরিবার জানায়, সে ভেবেছিল কষ্ট করে কেনা সেই বাইকটি আর পাবে না, তাই সেই শোকেই আত্মহত্যার পথ বেছে নেন ফুলগোবিন্দ।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EjZF43

February 11, 2018 at 05:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top