বিএনপি চেয়ারপারসন খালেদার রায়ের কপি মিলতে পারে বিকালে


সুরমা টাইমস ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি বিকেল নাগাদ দেওয়া হতে পারে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে নিশ্চিত করেছে আদালত সূত্র।

সূত্র জানায়, খালেদা জিয়ার রায়ের কপির কাজ দ্রুত গতিতে চলছে। আশা করছি, বিকেল ৪টা নাগাদ রায়ের কপি দিতে আমরা সক্ষম হব।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, দুপুরের পরে রায়ের জন্য আমরা আদালতে যাব। আশা করছি, আজকেই রায়ের কপি পাবো।

এর আগে গত (১২ ফেব্রুয়ারি) রায়ের জন্য আদালতে ৩ হাজার ফোলিও (যে কাগজে রায়ের কপি সরবরাহ করা হয়) জমা দেন বলেও জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BsJEdC

February 14, 2018 at 01:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top