আহত হয়েছিলেন সিলেটের মেয়ে রওশন


সুরমা টাইমস ডেস্ক :: এমনিতেই বাংলাদেশ একটি রক্ষনশীল মুসলিম প্রধান দেশ। সেকালে ছিল আরও বেশি। আর সিলেট অঞ্চল যে দেশের অন্যান্য অঞ্চল থেকে কয়েকগুণ বেশি রক্ষনশীল সেতো বলাই বাহুল্য।

মহিলাদের তখন কঠোরভাবে পর্দা মেনে চলতে হতো। এমন কঠিন সময়ে বৃহত্তর সিলেট অঞ্চলেরই একটি মেয়ে ঢাকার রাজপথ কাঁপিয়ে দিয়েছিলেন। ২১ ফেব্রুয়ারি মারাত্মক আহতও হয়েছিলেন। ১৪৪ ধারা ভাঙ্গতে মিছিলে সবার সামনে বুক চিতিয়ে চলছিলেন। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ধ্বনিতে আকাশে-বাতাসে কাঁপন ধরিয়েছিলেন। তাঁর নাম রওশন আরা বাচ্চু। বাড়ি বর্তমান মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায়।

তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। লেখা-পড়ায় খুবই ভালো ছিলেন। থাকতেন তৎকালীন উইমেন্স (বর্তমান রোকেয়া হলে) হোস্টেলে। সেদিন সকালে অন্য সহপাঠীদের সাথে বাচ্চুও রাজপথে নেমেছিলেন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে। প্রতিবাদী মিছিলে মিছিলে রাজপথ যখন উত্তাল, ঠিক তখনি হামলা চালায় হয়েনার দল। অতর্কিতে গুলি-লাঠিচার্জ-টিয়ারসেলের মুখে ভাষা সৈনিকরা তখন দিশেহারা।

সালাম-বরকত রফিক জব্বারের লাল শোণিতে রঞ্জিত কালো পিচ। লাঠিচার্জে মারাত্মক আহত হয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ছিলেন আমাদের রওশন আরা বাচ্চুও। অন্য সহপাঠীরা তাকে নিয়ে যান নিরাপদ স্থানে। তাদের সহযোগিতায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

আমাদের গৌরব বাচ্চু পরবর্তীতে কুলাউড়ার একটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন অনেক বছর। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে তাঁর অবদান একালের নারীদের জন্য প্রেরণার উৎস।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BZMLeh

February 14, 2018 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top