কলকাতা, ০৪ ফেব্রুয়ারি- পশ্চিম মেদিনীপুরের পীরাকাটা এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। আজ সকালে একটি ট্রেকারের সঙ্গে ইটবোঝাই লরির ধাক্কার লাগার ফলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এর ফলে আহত হয়েছেন আরও ১৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার বনমালিপুরে একটি দশ চাকার ইটবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রী বোঝাই ট্রেকারের। ঘটনাস্থানেই মৃত্যু হয় এক স্কুল ছাত্রী সহ মোট ৪ জনের। আহত হন প্রায় ১৫ জন। আহতদের শালবনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও খবর: একা লড়েই বিজেপিকে হারাবেন মমতা ব্যানার্জী! হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনাস্থানে উত্তেজনা রয়েছে। খবর পেয়ে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাত। এআর/১০:৩৩/০৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EbXfHZ
February 04, 2018 at 04:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন