ঢাকা, ২৭ ফেব্রুয়ারি- হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেছেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু শ্রীদেবীর মৃত্যু নিয়ে ক্রমেই রহস্যময় ভাবে জলঘোলা হচ্ছে। ভারতীয় এই অভিনেত্রীর মৃত্যুর পর প্রথম দিকে জানা যায়, দুবাইয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে দুবাই পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে দুর্ঘটনাবশত জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে, জুমেইরাহ এমিরেটস টাওয়ারের হোটেলের বাথরুমের বাথটাবের পানিতে জ্ঞান হারিয়ে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। আরও পড়ুন:দুই দিনেও পৌঁছায়নি শ্রীদেবীর মৃতদেহ এছাড়া তার রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু কাপুর পরিবারের সদস্য সঞ্জয় কাপুর জানিয়েছেন, তার ভাবির হার্টের সমস্যা ছিল না। যে কারণে তিনি মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে যুক্তিযুক্ত মনে করেন না। আরও পড়ুন:মাকে নিয়ে এ কেমন মন্তব্য শ্রীদেবী শুধু আমার বাবার স্ত্রী, আর কিছু নয় এদিকে, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না। ময়নাতদন্তে বর্ণিত মৃত্যুর এসব তথ্য নিয়েই বিস্ফোরক প্রশ্ন তুলেছেন তসলিমা। তসলিমা তার নিজের টুইটার হ্যান্ডলে একটি টুইটে তিনি লিখেছেন, সুস্থ কোনো নারী দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে মারা যায়? সূত্র: বিডি২৪লাইভ এমএ/ ১২:৪৪/ ২৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2F61chY
February 27, 2018 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top