ঢাকা, ০৭ ফেব্রুয়ারি- নেতৃত্ব চলে গেছে আগেই, উইকেটরক্ষকের দায়িত্বও সেভাবে পালন করছেন না তিনি। মুশফিকুর রহিম এখন শুধুই দলের ব্যাটসম্যান। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান নতুন দায়িত্ব উপভোগ করছেন অবশ্য। মুশফিকের টেস্ট অভিষেক ২০০৫ সালে, বিখ্যাত লর্ডসে। জীবনের প্রথম টেস্টে উইকেটরক্ষণের দায়িত্ব পালন করতে হয়নি, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন। পরের বছর বগুড়ায় খেলেন দ্বিতীয় টেস্ট। নিজের শহরেও তার হাতে গ্লাভস ওঠেনি, খালেদ মাসুদ পাইলটের ওপরেই আস্থা রেখেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে নিজের তৃতীয় টেস্ট থেকে মুশফিক বাংলাদেশের নিয়মিত উইকেটরক্ষক। ইদানীং অবশ্য দায়িত্বটা ভাগ করে নিচ্ছেন লিটন দাসের সঙ্গে। প্রথম দুই টেস্টের পর আরও সাত টেস্টে উইকেটের পেছনে ছিলেন না মুশফিক। এখন তার পুরো ধ্যান-জ্ঞান ব্যাটিংকে কেন্দ্র করে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, আগে কয়েকটা দায়িত্ব পালন করতাম, আর এখন একটাই দায়িত্ব। আমি অবশ্য সব সময় নিজের দায়িত্ব পালনের চেষ্টা করি। যখন যে পরিস্থিতি আসবে, তার মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। নতুন ভূমিকা আমার ভালোই লাগছে, উপভোগ করছি। আগে অধিনায়ক হিসেবে সবার আগে সুযোগ পেতেন দলে। এখন অধিনায়কত্ব নেই, পারফরম্যান্স সুযোগ পাওয়ার একমাত্র উপায়। আপনি কি এখন কিছুটা চাপের মধ্যে? প্রশ্নে মুশফিকের জবাব, চাপ তো একটু থাকেই। অধিনায়ক মানে দলে অটোমেটিক চয়েজ। এখন শুধু ব্যাটসম্যান হিসেবে ভালো পারফর্ম করে আমাকে দলে জায়গা করে নিতে হবে। আরও খবর: মাশরাফি টেস্ট খেলার উপর্যুক্ত : ডেভিড ইয়াং সাকিব আল হাসানের ইনজুরিতে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহর প্রশংসা করে তিনি বললেন, তার অধিনায়কত্ব আমার খুব ভালো লেগেছে। ঘরোয়া ক্রিকেট আর বিপিএলে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) খুব ভালো অধিনায়কত্ব করেন। উনি অধিনায়ক থাকলে আমাদের পারফরম্যান্স অন্যরকম হয়ে যায়, তার কথায় আমরা অনুপ্রাণিত হই। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন এআর/১১:৩০/০৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C1ioQ6
February 07, 2018 at 05:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন