ঢাকা, ০৬ ফেব্রুয়ারি- ডেভিড ইয়াং, যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তাদের কাছে নামটা বেশ পরিচিত। টাইগার ভক্তদের কাছে তো আরও। বাংলাদেশ ক্রিকেটের প্রাণ মাশরাফি বিন মর্তুজার এমন কোনো খবর নেই, যেটা নজরে নেন না ভক্তরা। যিনি এই মাশরাফির হাঁটুতে সাতটি অস্ত্রোপচার করেছেন, তাকে চিনবেন না? বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির এক সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন ইয়াং। অস্ট্রেলিয়ান এই শল্যবিদ আজ ঘুরে গেলেন বিসিবিতেও। যেখানে মাশরাফির সঙ্গে অনেকটা অন্তরঙ্গ সময় কাটিয়েছেন তিনি। শুধু মাশরাফি নন, বাংলাদেশের অনেক ক্রিকেটারকেই চিকিৎসা করেছেন ইয়াং। বিসিবিতে তাই তার খোঁজ নেয়ার লোকের অভাব নেই, তবে মাশরাফির সঙ্গে সম্পর্কটাই সবচেয়ে গভীর। বিসিবিতে পা রেখে রোগী মাশরাফিকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিতই দেখা গেল ইয়াংকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে এই চিকিৎসক বলেন, মাশরাফি একজন পেশাদার খেলোয়াড়। সে পুরোপুরি খেলা এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ। তার ক্যারিয়ারের কিছুটা অংশ হতে পেরে আমি আনন্দিত। আরও খবর: ছেলের নাম নিয়ে একটু দ্বিধায় মুশফিক শুধু খেলোয়াড় মাশরাফি নয়, ব্যক্তি মাশরাফিকেও ভীষণ পছন্দ করেন ইয়াং, মাশরাফির যে দিকটি আমি পছন্দ করি সেটা হলো, সে খুবই ভালো মানুষ। একইসঙ্গে সে বড় হৃদয়ের মানুষও। মাশরাফি দলের সবার যত্ন নেন, সবার কথা আলাদাভাবে ভাবেন। ডেডিভ ইয়াংও সেটা জানেন। এমন একজন নেতা টেস্টেও বাংলাদেশের দরকার ছিল কি না? এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান শল্যবিদ বলেন, প্রতিটি দলেরই নেতা দরকার। সে সবসময়ের নেতা। টেস্ট দলে সবসময়ই তার জন্য স্থান থাকবে। তার সেরা খেলোয়াড় হওয়ার দরকার নেই। একটি দলে তার মতো নেতা দরকার। এই মানুষটি নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। এই প্রশ্নের উত্তরে (টেস্ট খেলার বিষয়ে) আমি শুধু হ্যাঁ বলব। সূত্র: জাগো নিউজ২৪ আর/১০:১৪/০৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2E8FytG
February 07, 2018 at 05:13AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন