ঢাকা, ০৬ ফেব্রুয়ারি- চট্টগ্রাম টেস্টে লড়াকু ড্রয়ের পর এখন ঢাকায় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এই টেস্টে ড্র করলেও টেস্ট র্যাংকিংয়ের আট নাম্বারে উঠে যাবে বাংলাদেশ। অর্থাৎ জয় না পেলেও লক্ষ্য থাকবে হারতে যেন না হয়। টেস্ট র্যাংকিংয়ে এখন নয় নাম্বারে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ৭২। সমান রেটিং পয়েন্ট নিয়েও ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকায় টেস্ট র্যাংকিংয়ের আট নাম্বারে আছে ওয়েস্ট ইন্ডিজ। আরও খবর: ২ রানের জন্য ৫০ মিনিট অপেক্ষা! ঢাকা টেস্টে জিতলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হবে ৭৮। ড্র করলেও ৭৪ পয়েন্ট হবে টাইগারদের। সেক্ষেত্রে খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে প্রথমবারের মতো র্যাংকিংয়ের আট নাম্বার দল হবে বাংলাদেশ। তবে হারলে বিপদ আছে। আগের টেস্টে ড্র করলেও ঢাকায় হারলে একটি রেটিং পয়েন্ট কমে যাবে বাংলাদেশের। তাতে র্যাংকিংয়ে অবস্থান হেরফের না হলেও ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্টে থাকা হবে না টাইগারদের। সূত্র: জাগো নিউজ২৪ আর/১০:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BKyH8o
February 07, 2018 at 04:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top