বিএনপির দুই নেতার জামিনের শুনানি হতে পারে আজ


সুরমা টাইমস ডেস্ক ঃঃ বিএনপির দুই নেতা জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তাদের জামিন বিষয়ে আজ শুনানি হতে পারে। তাদের পক্ষে আদালতে শুনানি করবেন আইনজীবী মো. অজিউল্লাহ।

প্রিজনভ্যানে হামলা করে নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জামিন চেয়েছেন তারা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের আগাম জামিন আবেদন আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবার কথা রয়েছে।

আর বিদেশে অবস্থানরত ও আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী সাকিব মাহবুব এ আবেদন করেন। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হবার কথা রয়েছে।
আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের পক্ষে শুনানি করবেন সমিতির সহ-সভাপতি ও আওয়ামীপন্থী আইনজীবী মো. অজিউল্লাহ।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় উল্লিখিত দুই নেতাসহ বিএনপির বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BIs69S

February 01, 2018 at 02:09PM
01 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top