সুরমা টাইমস ডেস্ক ঃঃ প্রথম দিন শেষে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বড় রানের সংগ্রহ দাঁড়া করানোর। বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পুরোপুরি ব্যর্থও হয়নি তারা, অল আউট হয়েছে ৫১৩ রানে। আর ব্যাট করতে নেমে প্রথমেই লঙ্কানদের কাঁপিয়ে দিয়েছেন তরুণ টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। স্কোরবোর্ডে কোন রান ওঠার আগেই শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন তিনি। রিপোর্ট লেখার সময় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে লঙ্কানদের সংগ্রহ ১ রান।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শুরুতেই তিন বোলার ব্যবহার করে ফেলেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান প্রথম ওভারটিই দিয়েছেন মেডেন। দ্বিতীয় ওভারে এসে কোন রান দেননি বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামও। এরপরের ওভারে মোস্তাফিজকে না এনে মাহমুদউল্লাহ বল তুলে দেন ডানহাতি তরুণ স্পিনার মিরাজের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে মাত্র তিনটি বলই করতে হয়েছে তার। ওভারের তৃতীয় বলে শূন্য রানে তিনি ফেরান করুনারত্নেকে। প্রথম স্লিপে দারুণভাবে তার ক্যাচটি তালুবন্দি করেন ইমরুল কায়েস।
নতুন ব্যাটসমান ধনঞ্জয়া ডি সিলভা ১ রানে অপরাজিত আছেন। অপর ওপেনার কুশল মেন্ডিস রানের খাতা খোলেননি এখনও।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস : ১২৯.৫ ওভারে ৫১৩ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মোস্তাফিজ ৮; লাকমাল ৩/৬৮, লাহিরু ০/৭৯, পেরেরা ১/১১২, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ০/১২)।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nraQ4E
February 01, 2018 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন