কলকাতা, ২৮ ফেব্রুয়ারি- খাদ্যসাথী প্রকল্পকে খতিয়ে দেখবে একটি বেসরকারি সংস্থা তা নিয়ে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য সরকারের অভিযোগ, একের পর এক প্রকল্পে হস্তক্ষেপ করেছে কেন্দ্র সরকার৷ ১০ ফেব্রুয়ারি রাজ্যের খাদ্য সচিবকে কেন্দ্র সরকার একটি চিঠি পাঠায়৷ সেই চিঠিতে কেন্দ্র সরকার উল্লেখ করে দেয় পশ্চিমবঙ্গে খাদ্যসাথী প্রকল্পের কাজ খতিয়ে দেখবে একটি বেসরকারি সংস্থা৷ নবান্নে এই চিঠি গেলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেয়, রাজ্যের আর কোনও প্রকল্পে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্র৷ আরও পড়ুন: সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ মমতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যসাথী প্রকল্পের আওতায় আছে আর্থিক ভাবে দুর্বল পরিবার৷ যাদের ২টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হয়৷ পরিবারের প্রত্যেকে মাসে সর্বাধিক ৫কিলো চাল বা গম পেতে পারবে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/০৯:৫২/২৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2F1dzfO
February 28, 2018 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top