সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের হৃদযন্ত্রে ৪টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ৩টি অপসারণ করে রিং বসানো হয়েছে বলে জানা গেছে। কয়েকদিন থেকেই তার শরীরটা ভালো যাচ্ছিলনা। বুকে ব্যথাসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন।
এ অবস্থায় আজ (সোমবার, ২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এনজিও গ্রাম করা হয়। ধরা পড়ে ৪টি ব্লক।
সাথে সাথেই ডাক্তাররা তা অপসারণের কাজ শুরু করেন। ইতিমধ্যে ৩টি ব্লক অপসারণ করা হয়েছে। বসানো হয়েছে ৩টি রিং। হার্ট ফাউন্ডেশনে তিনি এখনও আছেন। আরও কয়েকদিন থাকতে হতে পারে। তবে শরীরের অবস্থা বেশ ভালো।
তার সাথে আছেন স্ত্রী আসমা কামরান এবং পুত্র ডাক্তার আরমান আহমদ শিপলু।
যুবলীগ নেতা মেহেদী কাবুল গণমাধ্যমকে জানিয়েছেন, এখনও হার্টফাউন্ডেশনে তিনি আছেন। তবে শারীরিক অবস্থা ভালো। দ্রুত উন্নতি হচ্ছে।
কামরান ও তার পরিবারের সদস্যরা দলীয় নেতা-কর্মীসহ সর্বস্থরের মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান কাবুল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sTNmdN
February 26, 2018 at 04:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন