বিয়ানীবাজারে আলম হত্যা: মামলা দায়ের

বিয়ানীবাজার থেকে সংবাদদাতাঃ বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়ীপাড়ায় যুবক খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) নিহতের মা চম্পা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামীরা সবাই পলাতক।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পুলিশ যে দুইজনকে গ্রেপ্তার করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। অপর আসামীদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. শাহজালাল মুন্সী।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে খাসাড়ীপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের শ্যালক ও তার সহযোগীদের ছুরিকাঘাতে খুন হন আলম হোসেন (২৫)। এ ঘটনার দু’দিন পর রোববার নিহতের মা চম্পা বেগম ১২ জনের নাম উল্লেখ এবং আরও ৭/৮জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৮, তারিখ ২৫/০২/২০১৮ ইংরেজি।

হত্যা মামলায় আসামী করে যাদের নাম দেওয়া হয়েছে তারা হলেন, নিহত আলমের বড় ভাইয়ের স্ত্রী নাজমিন বেগম, শ্যালক ফুয়াদ আহমদ, চাচা শ্বশুর মতিউর রহমান, তার স্ত্রী রুমা বেগম, রুমার ভাই জামিল আহমদ, সাইদুল, শিপন, শাহজাহান, শরিফ, বাহার, আমির, হালিমা বেগম। এদের মধ্যে রুমা বেগম ও জামিল কারাগারে রয়েছেন।

বিয়ানীবাজার থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. শাহজালাল মুন্সী বলেন, মামলার এজাহারভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। শিগগিরই আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এজন্য তিনি সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CJAc2v

February 26, 2018 at 04:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top