চট্রগ্রাম, ৩১ জানুয়ারি- দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুমিনুল হকের সঙ্গে ২৩৬ রানের জুটি গড়ে থামলেন মুশফিকুর রহিম। ১৯২ বলে ৯২ রান করে আউট হলেন দলের অন্যতম এই তারকা ব্যাটসম্যান। আজ বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কান বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দিনের শুরুটা চমৎকার করেন ওপেনার তামিম ইকবাল। দ্রুত ফিফটি তুলে আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান। অন্যদিকে ৭৫ বলে ৪০ রান করেন আরেক ওপেনার ইমরুল কায়েস। আরও খবর: অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিলরুয়ান পেরারার বলে বোল্ড হন তামিম। অন্যদিকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে ইমরুলকে মাঠ ছাড়তে বাধ্য করেন লাকসান সান্দাকান। ওয়ানডে স্টাইলে খেলেতে থাকে মুমিনুলের সঙ্গে ক্রিজে যোগ দিয়ে লঙ্কান বোলারদের ভোগাতে থাকেন মুশফিক। তুলে নেন ক্যারিয়ারের ১৯তম অর্ধশতক। তবে ৮৩ ওভারের তৃতীয় বলে দলীয় ৩৫৬ ও ব্যক্তিগত ৯২ রানে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সুরাঙ্গা লাকমলের বলে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক। এই ইনিংনে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। সূত্র: জাগোনিউজ আর/১৭:১৪/৩১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Fw25gj
January 31, 2018 at 11:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top