চট্রগ্রাম, ৩১ জানুয়ারি- দীর্ঘ সময় পর অধিনায়কত্ব ফিরে পেয়েও ইনজুরির কারণে মাঠের বাইরে সাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে বুধবার সকালে শুরু হওয়া প্রথম টেস্টে অধিনায়কত্ব করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মাঠে নামতে না পারলেও খেলা দেখতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঠিকই উপস্থিত হয়েছেন তারকা এ অলরাউন্ডার। দলের খেলা দেখতে ও সতীর্থদের উৎসাহ দিতেই বুধবার সকালেই চট্টগ্রামে আসেন সাকিব। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসানের পাশে বসেই প্রথম দিনের বেশ কিছু অংশ খেলা উপভোগ করেন সাকিব। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় বাম হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন সাকিব। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় ইনিংসের ৪২তম ওভারের প্রথম ডেলিভারির পর ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। আঙ্গুলের ব্যাথায় পরবর্তীতে মাঠ ছাড়েন সাকিব। এই ইনজুরিতে সুস্থ হতে প্রায় দুসপ্তাহ লেগে যাবে সাকিবের। তাই সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না তিনি। এমনকি সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চয়তায় পড়তে পারেন সাকিব। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/৩১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2E69vKc
February 01, 2018 at 01:03AM
01 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top