ফুটবল বিশ্বকাপের ২১তম আসর শুরু হচ্ছে চলতি বছরের জুনে। গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হবার আগে বিশ্বের বিভিন্ন ফুটবল পরাশক্তিরা নামছেন নিজেদের ঝালিয়ে নিতে। সে হিসেবেই এবারের আসরের অন্যতম শিরোপার ফেবারিট লিওনেল মেসির আর্জেন্টিনাও মাঠে নামছে। প্রীতিম্যাচে আগামী ২৩ ফেব্রুয়ারি দুইবারের বিশ্বসেরাদের প্রতিপক্ষ ইতালি। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে এ ম্যাচটি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি। ১৯৫৮ সালের পর এবারই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি চারবারের বিশ্বকাপ জয়ী দল ইতালি। গেলো বছরের নভেম্বরে সুইডেনের কাছে ১-০ গোলে হেরে বাদ পরে দলটি। এই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিবেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তার পাশাপাশি ড্যানিয়েল ডি রসি, জর্জিও কিয়েলিনি ও আন্দ্রেয়া বারজাগলিও অবসরে যাচ্ছেন। আরও খবর: মুশফিকের ৮ রানের আক্ষেপ সুইডেনের সঙ্গে ওই ম্যাচে হেরেই বিদায় জানিয়েছিলেন তারা। তবে দেশটির হয়ে শেষ বারের মতো ফের নামছেন তারা। ইউরোপের দল এবং আলবিসেলেস্তেদের সবশেষ মুখোমুখি পাঁচ ম্যাচের তিনটিতেই হারে ইতালি। একটি জয় আর একটিতে ড্র করে তারা। আর তাদের মধ্যে শেষ দেখা হয় ২০১৩ সালে। যেখানে ইতালি ২-১ গোলে হেরে যায়। ইতালি এবং আর্জেন্টিনার মধ্যে লড়াইয়ে সাফল্যের দিক থেকে উভয়ই সমান। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়ার বিপক্ষে মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে। তথ্যসূত্র: আরটিভি অনলাইন এআর/২১:১০/৩১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FwmjGP
February 01, 2018 at 03:12AM
01 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top