বিয়ানীবাজারে ছয় রাউন্ড কার্তুজসহ ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট::  বিয়ানীবাজারে ছয় রাউন্ড শর্ট গানের কার্তুজসহ ডাকাত আমির হোসেনকে(৩৫) গতকাল সোমবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সুপাতলা গ্রামের মৃত মস্তকিন আলীর পুত্র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সির নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম, এসআই মহসিন, এএসআই বিরাজ কুমার পাল, এএসআই রাজেশ পাল, এএসআইতাজুল ইসলাম, কনস্টেবল শিপুল এবং কনস্টেবল সাইদুলের সহযোগিতায় সোমবার রাতে বিয়ানীবাজার পৌরসভা এলাকায় গ্রেফতারী পরোয়ানা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন সুপাতলা জামে মসজিদের সামনে থেকে আসামী আমির হোসেনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার, কানাইঘাট ও জকিগঞ্জ থানায় বেশ কয়েকটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এছাড়া, কার্তুজ উদ্ধারের ঘটনায় আজ মঙ্গলবার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এফ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BswyNF

February 13, 2018 at 07:25PM
13 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top