খালেদার জন্য আগামী সোমবার রোজা রাখবে বিএনপি

সুরমা টাইমস ডেস্ক::       বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের ভাইস চেয়ারমান তারেক রহমানসহ সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং হয়রানি থেকে মুক্তি পেতে রোজা পালন করবে বগুড়া জেলা বিএনপি।

আগামী সোমবার (১২ই ফেব্রুয়ারি) রোজা শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইফতারে অংশ নেবে জেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার দুপুরে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বগুড়া জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম। এ সময় তিনি নেতাকর্মীসহ সর্বস্তরের বগুড়াবাসীকে রোজা পালনের আহ্বান জানান।

দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, আহসানুল তৈয়ব জাকির ও তৌহিদুল আলম মামুন প্রমুখ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দলীয় কার্যালয়ের সামনে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি নেতাকর্মীরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2G2XimF

February 10, 2018 at 06:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top