কলকাতা, ১৭ ফেব্রুয়ারিঃ চলতি অর্থবর্ষের শেষে ফের বাজার থেকে ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। ২ হাজার কোটি টাকা ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অনেকবার জানিয়েছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যেতে ও কর্মচারীদের বেতন দিতে রাজ্য সরকারকে বাজার থেকে ঋণ করতে হচ্ছে।
জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ঋণের অঙ্ক প্রায় ৩২ হাজার কোটি টাকা ছুঁয়েছে। ২০১৩-১৪ সালে ঋণ হয়েছিল ২১ হাজার কোটি টাকা। যা ২০১৬-১৭ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার কোটি টাকায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EAgCf1
February 17, 2018 at 11:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন