যুক্তরাজ্য প্রতিনিধি :: ব্রিটিশ-বাংলাদেশি নারীকে দফায় দফায় ধর্ষনের দায়ে ভারতের কেরালায় এক ধর্মযাজকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্যা লাষ্ট মিনিট ডটকম শুক্রবার লন্ডন সময় দুপুরে চাঞ্চল্যকর এ খবরটি প্রকাশ করে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত যাজক থান্নিক্কুমথাডাথিল টমাসের বিরুদ্ধে একই সংগে ওই নারীর স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও ১৩০০ ব্রিটিশ পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ধর্ষনের শিকার হওয়া নারী।
অভিযোগটি পাবার পর গতকাল বৃহস্পতিবার ৩৫ বছর বয়সী টমাসের বিরুদ্ধে ধর্ষণ ও চুরির অভিযোগে দায়ের করেন কেরালা পুলিশের একজন কর্মকর্তা।
ফেসবুকের মাধ্যমে ওই যাজকের সংগে আলাপ হয় বলে জানান ব্রিটিশ-বাংলাদেশী ওই নারী।
কট্টায়ামে এক সপ্তাহ থাকাকালীন সময়ে যাজক টমাস একাধিকবার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
নির্যাতিতা ঐ নারী জানান,১৭ জানুয়ারি তিনি কেরালা থেকে যুক্তরাজ্যে ফেরেন। দ্বিতীয়ববারের মত ৮ই ফেব্রুয়ারি কট্টায়ামে পৌছেঁ তিনি টমাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
এদিকে কট্টায়াম পুলিশের মুখপাত্র কে সুভাষ জানান, ধর্ষণের সাথে সাথে অভিযোগ দায়ের না করে ধর্ষিতা নারীর যুক্তরাজ্যে ফেরত যাওয়া এবং তিন সপ্তাহ পরে এসে অভিযোগের পেছনের কারণ নিয়েও অনুসন্ধান করবে পুলিশ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sD4SCO
February 17, 2018 at 02:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন