চট্টগ্রাম, ০২ ফেব্রুয়ারি- ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে সাকিব আল হাসান। বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি। কারণ সামনে যে টেস্ট সিরিজ। অভাব পূরণ করতে ডাকা হলো দুই স্পিনার সানজামুল ইসলাম ও তানবীর হায়দারকে। অভিজ্ঞতার কথা ভেবেই পরদিন ডাক পেলেন বর্ষীয়ান স্পিনার আব্দুর রাজ্জাকও। কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্টে খেললেন সানজামুলই। তাহলে কেন রাজ্জাককে দলে আনা? জাতীয় দলের আবহে রাজ্জাকের দীর্ঘদিন না থাকা এবং সানজামুলের থাকার কারণেই এটা করা হয়েছে বলে জানান দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি সাড়ে তিন বছর আগে খেলেছিলেন রাজ্জাক। টেস্ট তো প্রায় চার বছর। এরপর মূল দলতো দূরের কথা প্রাথমিক দলেও ছিলেন না। আর তাই রাজ্জাকের হুট করে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো প্রস্তুতি ছিলোনা বলে মনে করেন সুজন। আর গত বছর থেকেই সীমিত ওভারের ম্যাচে জাতীয় দলের সঙ্গে প্রায় নিয়মিত সানজামুল। তাই শেষ পর্যন্ত এ বিবেচনাতেই এগিয়ে গেছেন এ স্পিনার। আরও পড়ুন: স্ত্রী-সন্তানসহ ওমরাহ পালন করলেন মাশরাফি সুজনের ভাষায়, বিশেষ কোনো কারণ নেই। রাজ্জাক হয়তো আন্তর্জাতিক তারকা, কিন্তু আমাদের সঙ্গে ছিল না অনেক দিন। জাতীয় দলের সেটআপেই ছিল না। রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে কারও কথা বলার কিছু নেই। আমাদের জন্য দারুণ অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের বিশ্বাস হয়তো সানজামুলের প্রতি বেশি ছিল। সে সেট আপে ছিল, ট্রেনিংয়ে ছিল জাতীয় দলের সঙ্গে। আমরা চিন্তা করেছি যে সানজামুল হয়তো এই কন্ডিশনে আমাদের বেশি কিছু দিতে পারবে। হয়ত এটার জন্যই। অন্য কোনো কারণ নেই। হুট করে যদি খেলানোই না যায় তাহলে ডাকা হলো কেন? সে কি কোন পরিকল্পনার অংশই নন। সুজনের উত্তর, রাজ্জাককে নিয়েও অবশ্যই পরিকল্পনা ছিল। হঠাৎ করে নিয়ে আসা হয়নি। পরিকল্পনা করেই আনা হয়েছিল। তবে দল নির্বাচনে যখন আমরা বসেছি, অধিনায়ক ছিল, তখন আমরা চিন্তা করেছি রাজ্জাককে একটু সময় দেওয়া দরকার। আরেকটু কাজ করলে হয়তো ওর জন্য সহজ হবে। রাজ্জাকের জায়গায় সুযোগ পেয়ে তা এখন পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সানজামুল। ৩৭ ওভার বল করে থেকেছেন উইকেটশূন্য। রান খরচ করেছেন ১২৮টি। আর কদিন আগেই দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রাজ্জাক। আন্তর্জাতিক ক্যারিয়ারটাও সমৃদ্ধ। যদিও রঙ্গিন জার্সিতেই তার সাফল্য বেশি। ১২টি টেস্ট খেলে ১৮ ইনিংসে বল করে ২৩টি উইকেট নিয়েছেন রাজ্জাক। সূত্র: পরিবর্তন আর/১০:১৪/০২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GHNC2d
February 03, 2018 at 05:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন