সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বেশ কয়েকটি ছবি। ছবিতে ছোট ছোট চুলে সাদা পাঞ্জাবিতে মাশরাফিকে দেখা যাচ্ছে। আসলে ত্রিদেশীয় ওডিআই সিরিজ শেষে মাশরাফি পবিত্র মক্কা শরিফে গিয়েছিলেন ওমরাহ পালন করতে। বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন মাশরাফি। কিন্তু সেটি আর গোপন থাকেনি। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওমরাহ পালনের সেই ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে মাশরাফির পাশে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকেও দেখা যায়। ত্রিদেশীয় সিরিজ শুরুর পর থেকেই মাশরাফির পরিকল্পনা ছিল ওমরাহ করবেন। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন তার স্ত্রী ও দুই সন্তান।নুরুলের সঙ্গে তার স্ত্রী। মনের প্রশান্তি আর ধর্মীয় গুরুত্ব ভেবেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক দিন পর মাশরাফি ও নুরুল হাসান সপরিবারে সৌদি আরব যান ওমরাহ করতে। দুজনই দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য। এর আগে কয়েকদিন আগে ওমরাহ পালন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীসও। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/০২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BOwQL8
February 03, 2018 at 12:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন