মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি- অবশেষে শ্রীদেবীর মরদেহ ভারতে নেয়ার অনুমতি দিল দুবাই পুলিশ। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, দুবাই পুলিশ দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট এবং শ্রীদেবীর পরিবারের হাতে মরদেহ ভারতে নেয়ার ছাড়পত্র দিয়েছে। গত তিনদিন ধরে সারাবিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল শ্রীদেবীর মৃতুরহস্য নিয়ে। তার মরদেহ কবে দেশে ফিরিয়ে আনার অনুমতি দেবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছিল নানা মহলে। শ্রীদেবীর পরিবার এবং দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারা মরদেহ গ্রহণের জন্য এখন মর্গের সামনে অপেক্ষা করছেন। আরও পড়ুন: মাকে নিয়ে এ কেমন মন্তব্য শ্রীদেবী শুধু আমার বাবার স্ত্রী, আর কিছু নয় গত শনিবার দিবাগত রাত ১১টায় মাত্র ৫৪ বছর বয়সে মারা যান শ্রীদেবী। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের নিজের হোটেল কক্ষে তিনি মৃত্যুবরণ করেন। ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিও ছিলেন। ৫০ বছর ধরে তিনি তিনশর বেশি ছবিতে অভিনয় করেছেন পাঁচবার ফিল্মফেয়ার পাওয়া ভারতের প্রথম সুপারস্টার খ্যাত এই খ্যাতিমান অভিনেত্রী। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t1LI9V
February 28, 2018 at 12:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top