সুরমা টাইমস ডেস্ক :: পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকার কবল থেকে উদ্ধার করা হয়েছে।
‘জিরো গ্রুপ হ্যাকার্স’ নামে একটি হ্যাকার গ্রুপের কাছ থেকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওয়েবসাইটটি উদ্ধার করা হয়।
বিআরটিএ’র সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআরটিএ-এর প্রযুক্তি বিভাগ চেষ্টা চালিয়ে ওয়েবসাইটটি উদ্ধার করেছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিআরটিএর ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা যায়- ‘অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেন্ট।’ হ্যাকাররা ওয়েবসাইটের স্ক্রিনে যে তথ্য দিচ্ছে তাতে তারা নিজেদের ভারতীয় বলে দাবি করছে।
এ বিষয়ে বিআরটিএর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটের মাধ্যমে বেশিরভাগ কাজ সম্পাদন করে বিআরটিএ। সারাদেশের যানবাহন তথ্য রয়েছে এখানে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EwXXRj
February 16, 2018 at 03:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন