মাছ ধরার অভিযোগে ৪০ জেলে গ্রেফতার


সুরমা টাইমস ডেস্ক :: সুনামগঞ্জের ডুবাইল জলমহালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৪০ জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের বাড়ি নেত্রকোনা ও ময়নসিংহের পূর্বধলা, গৌরিপুর ও শ্যামগঞ্জ এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সুবংশপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন ডুবাইল জলমহালে নেত্রকোনার কয়েকশ’ জেলে দুটি পিকআপে করে অবৈধভাবে মাছ ধরতে যায়।

ধর্মপাশা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সেলিম আহমদ বলেন, আটক জেলেরা এলাকার বিভিন্ন জলমহালে অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত। তারা দেশীয় অস্ত্র ও অবৈধ জাল নিয়ে জলমহালে মাছ ধরতে গিয়ে ছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জেলা পরিষদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ মুরাদ বলেন, খবর পেয়ে গিয়ে দেখি কয়েকশ জেলে জলমহালে মাছ ধরছে। পরে ওই সমিতির সভাপতি বিষ্ণু বর্মণ তাকে জানায়, জেলেদের অবৈধ মাছ ধরার ফলে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধর্মপাশা থানায় জলমহালের ম্যানেজার বাদী হয়ে ৪০ জনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জিত তালুকদার।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CoM2z2

February 16, 2018 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top