২২ দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানী শুরু

অবশেষে ভারতের মোহদীপুর স্থলবন্দরের ব্যবসায়ীরা বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ীদের ৬ দফা দাবী মেনে নেওয়ায় দীর্ঘ ২২ দিন পর সোমবার সকাল থেকে পাথর আমদানী শুরু হয়েছে। গত ২১ জানুয়ারি থেকে ভারতের রপ্তানীকারকরা দফায় দফায় পাথরের দাম বৃদ্ধি, ওজনে কম দেয়া, মানসম্মত পাথর না দিয়ে ধুলা মেশানো নি¤œমানের পাথর সরবরাহ, জিএসটির নামে রশিদ ছাড়াই প্রতি টন পাথরে অতিরিক্ত ২ রুপি করে চাঁদা আদায়ের প্রতিবাদে বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারকরা পাথর আমদানী বন্ধ করে দেয়। এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরের আমদানী রপ্তানী গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু সোমবার থেকে পাথর আমদানীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, রবিবার বিকেলে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসু আলোচনার পর সোমবার থেকে পাথর আমদানি শুরু হয়েছে। ভারতের মহদিপুর রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মানবেন্দ্র সরকার ও বাংলাদেশের সোনামসজিদ আমদানিকারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ মো. তৌফিকুর রহমান বাবুর যৌথ সমঝোতা স্বাক্ষরের পর সোমবার সকাল থেকে পাথর আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশী ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারী থেকে একই কারনে ৫ দিন যাবত সোনামসজিদ স্থলবন্দও দিয়ে  পাথর আমদানি বন্ধ রেখেছিল আমদানীকারকরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2Hd6hmL

February 12, 2018 at 09:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top