মল্লিকপুর থেকে চুরি হওয়া ২০ ভরি সোনা আর ৫৩ ভরি রূপার অলংকার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া ২০ ভরি ৩ আনা ৩৫ রতি স্বর্ণালংকার ও ৫৩ ভরি ৯৫ আনা রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় গ্রেফতার হয়েছে সোনার দোকানের কর্মচারী মিঠু (২৬)। গ্রেফতার হওয়া মিঠু নওগাঁ জেলা সদরের ইদুর বটতলা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, মল্লিকপুর বাজারের এক স্বর্ণের দোকান থেকে কিছুদিন আগে স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়ে যায়। এ ঘটনায় তার দোকানের কর্মচারী মিঠু ও গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর বিহারীপাড়া গ্রামের শ্রী নিখিল চৌধুরীর ছেলে শ্রী কার্তিক(২৮)-র নামে নাচোল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় রবিবার দিবাগত রাতে তাঁর নেতৃত্বে নাচোল থানার অফিসার ইনচার্জ জনাব চৌধুরী জোবায়ের আহাম্মদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিমসহ নাচোল থানা পুলিশের একটি দল অভিযুক্ত মিঠুর বাড়িতে অভিযান চালায়। এ সময় মিঠুকে আটক করে নাচোল থানায় নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় মামলার দ্বিতীয় অভিযুক্ত শ্রী কার্তিকের হেফাজতে মালামালগুলো আছে। তাঁর নেতৃত্বে কার্তিকের বাড়ি, তার বোনের বাড়ি ও শ্বশুরবাড়ি মল্লিকপুরেও অভিযান চালানো হয়। কিন্তু কার্তিকসহ বাড়ির সবাই পালিয়ে যায়। কার্তিকের বাড়িতে দ্বিতীয়বার অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত কম্পিউটারের ভেতর থেকে ২০ ভরি ৩ আনা, ৩৫ রতি স্বর্ণালংকার ও ৫৩ ভরি ৯৫ আনা রুপার অলংকার উদ্ধার করা হয়।
আরো প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও কার্তিককে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2Gbjlrl

February 12, 2018 at 10:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top