কলকাতা ও শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ কেন্দ্র ও রাজ্যের বেশ কয়েকটি নীতির প্রতিবাদে মঙ্গলবার সিপিআইএম-এর আইন অমান্য কর্মসূচি হল রাজ্যের বিভিন্ন জেলায়। নূন্যতম ১৮০০০ টাকার বেতন, চা বাগান শ্রমিকদের নূন্যতম মজুরি চালু, সমবেতন, কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্ত সহ ১২ দফা দাবিতে সংগঠিত হয়েছিল এই আন্দোলন।
এদিন ২টা ৩০ মিনিট নাগাদ ৯টি শ্রমিক সংগঠন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু করে। মহকুমা শাসক কার্যালয়ে ঢোকার আগেই মিছিল আটকে দেয় পুলিশ। আন্দোলনের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল শিলিগুড়ি হিলকার্ট রোডের একটি অংশ।
এদিকে, আইন অমান্য আন্দোলনকে ঘিরে এদিন ব্যারাকপুর চিড়িয়ামোড়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। শতাধিক আন্দোলনকারী গ্রেফতার বরণ করেন। পাশাপাশি এই আন্দোলনকে ঘিরে আসানসোল কোর্ট চত্বরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ মিছিল আটকালে ব্যারিকেড ভাঙেন সিপিআইএম-এর নেতা-কর্মীরা। পরে সেখানে আরও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2onHAM2
February 20, 2018 at 04:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন