পর্যটক টানতে উদ্যোগী জটিলেশ্বর মন্দির কর্তৃপক্ষ

লাটাগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটক টানতে উদ্যোগী হল জটিলেশ্বর মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে পর্যটকরা মন্দির ভ্রমণের পাশাপাশি এক ফোনেই মন্দিরের ভোগ খাবার সুযোগ পাবেন। এতে ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয়তা বাড়বে মন্দিরের। পাশাপাশি এই কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিযুক্ত করার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়নাগুড়ির বিডিও তথা মন্দির পরিচালন কমিটির সম্পাদিকা শ্রেয়সী ঘোষ জানান, এই ভোগ রান্নার দায়িত্ব দেওয়া হবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। যাতে তাঁরাও কিছু অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারেন। যা সিদ্ধান্ত রয়েছে তাতে খুব স্বল্প মূল্যেই এই ভোগ গ্রহণ করতে পারবেন পর্যটকরা। জানা গিয়েছে, এর পাশাপাশি মন্দির চত্বরে একটি অত্যাধুনিক পার্ক করে দেবার দাবি জানানো হয়েছে বন দপ্তরের কাছে। সেখানে কীভাবে পার্ক তৈরি করা যায় সেইজন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে জানান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শৈবতীর্থ এই জটিলেশ্বর মন্দির। জাগ্রত এই শিবমন্দিরে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও পুণ্যার্থীরা আসেন পুজো দিতে। গোটা শ্রাবণ মাস ও ফাল্গুন মাসে শিবচতুর্দশীতে এই মন্দিরে ভিড় উপচে পড়ে।

সংবাদদাতাঃ শুভদীপ শর্মা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ocJy2k

February 20, 2018 at 04:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top