কলকাতা, ১৯ ফেব্রুয়ারি- সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে রাজ্যে! রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের শাসকদলের জন্যে বাংলার যে ঐতিহ্য রয়েছে তা নষ্ট হচ্ছে। কেবল মাত্র ভোটের রাজনীতির স্বার্থে বিজেপি ও তৃণমূল মেরুকরণের সাংঘাতিক খেলা খেলছে। সবকিছু জেনে বুঝে প্রশাসন চুপ করে আছে বলে অভিযোগ করেন। তাই মানুষকেই সতর্ক থাকতে হবে মনে করে ফরওয়ার্ড ব্লক। প্ররোচনা সৃষ্টিকারীদের সম্পর্কে দিবারাত্র সজাগ থেকে এই নোংরা প্রচেষ্টা প্রতিহত করতে হবে বলে জানান ফরওয়ার্ড ব্লকের নেতারা। সম্প্রতি ফরওয়ার্ড ব্লকের তরফে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, কেন্দ্রীয় নেতা হাফিজ আলম সাইরানি সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। সেই সভা থেকেই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন নেতারা। রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় তাঁর ভাষণে তিনি জানান, গেরুয়া বাহিনী গোটা দেশে এক অস্থির অবস্থা তৈরি করেছে। ওরা নেতাজির ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চাইছে। সেই জন্য সংখ্যালঘুদের উপর চারিদিকে আক্রমণ চলছে। সেই সব ঘটনার প্রতিবাদকারীদেরও খুন করা হচ্ছে। আরও পড়ুন: মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মমতার শুধু তাই নয়, তিনি দাবি করেন, রাজ্যে বিজেপিকে ঠেকানোর নাম করে পাল্টা মেরুকরণের রাজনীতি করছে তৃণমূল। তাদের উদ্দেশ্য একটাই ভোটের রাজনীতি করা। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:১৫/১৯ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FcTbFu
February 19, 2018 at 05:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন