কলকাতা, ১৮ ফেব্রুয়ারি- এটা হিমশৈলের চূড়া মাত্র। মোদীর নোট বাতিলের সময় এই ব্যাংক প্রতারণা আরও বেড়েছে। এই ভাষাতেই নীরব মোদীর প্রতারণা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, এই প্রতারণায় আরও ব্যাংক জড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে চিটফান্ড প্রতারণা মামলাই হোক কিংবা ২০১৬-র ভোটের আগে নারদা কাণ্ড, কোনও কিছুই প্রভাব ফেলতে পারেনি পশ্চিমবঙ্গের ভোটে। তাঁর দলের সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও চক্রান্তের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র নভেম্বরে নোটবাতিল ঘোষণার সময় থেকেই চড়া ভাষায় তার প্রতিবাদ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএনবি প্রতারণা কাণ্ডের পর সেই প্রতিবাদে আরও জোর পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তৃণমূল নেত্রী দাবি করেছেন, সামনে ১১ হাজার কোটির জালিয়াতি ধরা পড়লেও, তা হিমশৈলের চূড়া মাত্র। এরকম অনেক ব্যাংকের সঙ্গেই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অনেক ব্যাংককে জড়িয়েই এই প্রতারণা করা হয়েছে। নোট বাতিলের সময় এই প্রতারণা আরও বাড়ে বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের দাবি করেছেন তিনি। এমএ/০৯:০০/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EAyxOs
February 19, 2018 at 03:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top