সিলেট, ১৮ ফেব্রুয়ারি- পাহাড় সমান রান টপকাতে উড়ন্ত শুরু আনতে হয়, ব্যাটসম্যানরা আনলেন হামাগুড়ির শুরু। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সময়টাতে পাল্লা দেয়া যায়নি প্রয়োজনীয় রানরেটের অঙ্কটাতেও। ফল, ৭৫ রানে ম্যাচ হাতছাড়া করে বিষণ্ণতার সিরিজে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ। দুই জয়ে শুরুর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছেই ফাইনালে বিপর্যয়। পরে চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের বীরত্বে ড্র করা গেলেও ঢাকায় আড়াইদিনে ম্যাচ হাতছাড়া। টি-টুয়েন্টিতে তো দুই ম্যাচেই হারতে হল। সিরিজটা হয়ত ভুলেই যেতে চাইবে বাংলাদেশ। অবশ্য না ভুললেই ভাল! আত্মবিশ্লেষণে নিজেদের শুধরে নেয়ার টোটকা মিলতে পারে! মার্চেই শ্রীলঙ্কার মাটিতে ভারত ও স্বাগতিকদের নিয়ে টি-টুয়েন্টির ত্রীদেশীয় সিরিজ। ঘুরে দাঁড়ানোর পথ পেতে খুব বেশি সময় কই! রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটে এসে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২১০ রান জমা করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৮ বল হাতে রেখে ১৩৫ রানে আটকে গেছে বাংলাদেশ। এদিন জিততে দুটি রেকর্ড গড়তে হত স্বাগতিকদের। টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ, সঙ্গে নিজেদের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড। ছোট ফরম্যাটে আগে কখনও দুইশই ছুঁতে পারেনি বাংলাদেশ। নিজেদের সর্বোচ্চ সংগ্রহটি ১৯৩ রানের, মিরপুরে দুদিন আগে করেছিল স্বাগতিকরা। সেখানে রানতাড়া করে জেতার বাংলাদেশি রেকর্ডটি কেবল ১৬৪ রানের। সেটিও ২০০৭ সালে, টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কোনটাই ছোঁয়া যায়নি। সামর্থ্যের কঠিন পরীক্ষায় নেমে লক্ষ্যে নোঙর ফেলার বাসনাও অধরাই রয়ে গেছে তাতে। পরীক্ষার শুরুটা হয়েছে আগের ম্যাচে ঝড়ো উদ্বোধনী জুটি এনে দেয়া সৌম্য সরকারের রানের খাতা খুলতে না পারার মধ্য দিয়ে। এই বাঁহাতির চার বলের ইনিংসটি থেমেছে ধনঞ্জয়ার অফস্টাম্পের অনেক বাইরের একটি বল তুলে মারতে যেয়ে। এমএ/১০:৩৩/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C6hqX8
February 19, 2018 at 04:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top