নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারিঃ হারিয়ে যাচ্ছে প্রায় ৪০টিরও বেশি ভাষা। আদমসুমারি কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, মোট ২২টি তপশিলভুক্ত ভাষা এবং তার বাইরে আরও ১০০টি ভাষা চিহ্নিত করা হয়েছে যা এক লক্ষ বা তার বেশি নাগরিক ব্যবহার করেন। কিন্তু এর মধ্যে ৪২টি ভাষায় কথা বলেন ১০ হাজারেরও কম নাগরিক। কম ব্যবহারের ফলে এই ভাষাগুলির অস্তিত্ব বিপন্ন হতে পারে। এর মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট আন্দামানিজ, জারোয়া, লুরো, মুয়োট, ওঙ্গে এবং পশ্চিমবঙ্গের টোটো উপজাতিদের কথ্য ভাষা সহ আরও বিভিন্ন ভাষা।
উল্লেখ্য, ২২ টি তপশিলভুক্ত ভাষার পাশাপাশি দেশে ৩১টি অন্যান্য ভাষা রয়েছে যা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্বীকৃত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GsR1RH
February 19, 2018 at 12:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন