ইংরেজবাজার, ১৯ ফেব্রুয়ারিঃ ইংরেজবাজার থানার শোভানগর ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি। বাধা দিতে গেলে বাড়ির গৃহকর্তা ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্রের কোপ। বাদ যায়নি বাড়ির মহিলারাও। মিহিরবাবুর স্ত্রী ও তাঁর শ্যালিকাকে আঘাত করে সর্বস্ব লুঠ করে পালায় ডাকাতদল। রবিবার রাত ১২টা নাগাদ ২৫-৩০জনের একটি দল প্রাক্তণ সেনাকর্মী মিহির চৌধুরীর বাড়িতে হানা দেয়। বোমা ফাটাতে ফাটাতে গ্রামে ঢোকে ওই দলটি। গ্রামবাসীরা ভেবেছিল বিয়েবাড়ির বাজি ফাটছে। এই সুযোগেই ডাকাতের দল সর্বস্ব লুঠ করে। বাধা দিতে গেলে মিহিরবাবু ও তার ছেলে সানাইকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। এলাকায় আতঙ্ক। তদন্তে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি ওই দলটির। অবসরের পর মিহিরবাবু সুদের কারবার করতেন। পুলিশ সূত্রে খবর, ডাকাতি হতে পারে এমন আশঙ্কার কথা আগেই মিহিরবাবুকে জানানো হয়েছিল। তবুও এই ঘটনা রোখা গেলো না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
তথ্য ও ছবিঃ আবু কালাম আজাদ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FcWqg3
February 19, 2018 at 11:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন