কলকাতা, ১৬ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। একাধিক ডিভিশনে রেল কর্মীদের ছাঁটাই, রেলের অনেক বিভাগে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ সহ একাধিক ইশ্যুতে চলেছে এই বিক্ষোভ।
শুক্রবার সকালে ঢাকুরিয়া স্টেশনে অবরোধ শুরু করেন ডিওয়াইএফআই কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। যাদবপুর স্টেশনে ‘রেল রোকো’ কর্মসূচি চলার সময় বিক্ষোভকারীদের দেখেও চালক ট্রেন থামাননি বলে অভিযোগ উঠেছে। ওই ট্রেন চালকের সাময়িক বহিস্কারের দাবিতে অবরোধ চলছে। ঘটনায় ৬০জন আহত হয়েছেন। ৩ জন যুবকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন বলে ডিওয়াইএফআই জানিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EvkWMp
February 16, 2018 at 01:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন