সুপ্রিমকোর্টের রায়ে বেশি জল পাবে কর্ণাটক

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারিঃ পানীয় জলের চাহিদার কথা মাথায় রেখে কাবেরী জলবিতর্ক নিয়ে কর্ণাটকের ভাগের জলের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। শুক্রবার এমন নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। জলবন্টন নিয়ে রায়ে দেশের শীর্ষ আদালত বলেছে, তামিলনাড়ুর ৪০৪.২৫ টিএমসিএফটি জল পাওয়া উচিত্। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে কাবেরী জলবিতর্কে ট্রাইব্যুনাল তামিলনাড়ুকে ৪১৯ টিএমসিএফটি জল দেওয়ার নির্দেশ দিয়েছিল। দেশের শীর্ষ আদালত তামিলনাড়ুর জলের পরিমাণ কমিয়ে কর্ণাটকের জন্য বরাদ্দ জলের পরিমাণ বাড়িয়ে ২৭০ টিএমসিএফটি করার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী, ১৪.৭৫ টিএমসিএফটি বেশি জল পেতে চলেছে কর্ণাটক। পুদুচেরি (৩০টিএমসিএফটি) এবং কেরালা (৭টিএমসিএফটি)-র জলের পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CpcUyL

February 16, 2018 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top