স্টাফ রিপোর্টারঃ বন্দরে পূর্বশত্রুতার জের ধরে রাহিমা বেগম(৩৯) নামে এক গৃহিনীর বসত-বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের পিটিয়ে আহত ও বাড়ীঘর লুটপাট ভাংচুরসহ তান্ডব চালিয়েছে নুরবাগ এলাকার মাদক সন্ত্রাসী খায়ের বাদশাগং। রবিবার সকাল ১০টায় বন্দর থানাধীণ শাহীমসজিদ’স্থ নুরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গৃহিনী রাহিমা বেগম তার ছেলে আল-আমিনসহ পরিবারের সদস্যরা মারাত্বকভাবে আহত হয়েছেন। রবিবার দুপুরে আহত গৃহিনী রাহিমা বেগম বাদী হয়ে ৩জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়,নুরবাগ এলাকার মাদক সন্ত্রাসী তৈয়ব আলীর ৩ ছেলে খায়ের বাদশা,ইবরা ও ইমরান কিছুদিন ধরেই ওই এলাকার অসহায় গৃহিনী রাহিমা বেগমকে নানাভাবে উস্কানীমুলক কথাবার্তা বলে আসছিল। রবিবার ভোরে উল্লেখিত মাদক সন্ত্রাসী খায়ের বাদশা গং রাহিমা বেগমকে তার বাড়ীছাড়া করবে বলিয়া হুমকি প্রদর্শণ করে। রাহিমা বেগম তাদের সাথে প্রতিবাদ করলে বাকবিতন্ডা হয়। এরই ধারাবাহিকতায় ওই দিনই সকাল ১০টায় তার নিজবাড়ীর মাটি কাটার কাজ করার সময় রাহিমা কোন কিছু বুঝে উঠার আগেই তার বসতঘরে গিয়ে তৈয়ব আলীর ৩ ছেলে খায়ের বাদশা,ইবরা ও ইমরান হামলা,ভাঙ্গচুর ও তান্ডপ চালায়।
বসতঘরে তান্ডপ চালিয়ে হামলাকারীরা ঘরে থাকা মাল্টিপারপাস থেকে উঠানো নগদ ৮০হাজার টাকা লুটে নেয়। এ সময় রাহিমাকে নাকে ও মুখে কিল-ঘুষি মেরে মারাত্বক আহত করে এবং তার কানে-গলায় থাকা স্বর্ণের চেইন ও দুল ছিনিয়ে নেয় । নিজের মাকে বাচাতে রাহিমার ছেলে আলআমিন ও ছেলের বউ রিমা এগিয়ে এলে তাদেরও বাশ দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোক ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের প্রতিবেশীর সহায়তায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাহিমা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sWsAKu
February 26, 2018 at 03:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন