স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দর শাহী মসজিদ এলাকায় সিটি কর্পোরেশনের ব্যাস্ততম রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ কাজ করছে দুলাল হোসেন নামে এক স্কুল শিক্ষক। স্কুল শিক্ষক এবং এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদের সাহস পাচ্ছেনা। রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে ভবন র্নিমাণের কাজ করায় ওই রুটে যান চলাচলে ব্যাপক বিঘœ ঘটছে। পথচারী জন সাধারণকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বন্দর শাহী মসজিদ এলাকার জনৈক বাসিন্দা জানান,একজন শিক্ষকের কান্ডজ্ঞানহীন ভূমিকা সত্যিকার অর্থেই বেমানান। বন্দর শাহী মসজিদ পল্লী বিদ্যুতের মোড়টি হচ্ছে অত্যন্ত ব্যাস্ততম একটি সড়ক। এইখান দিয়ে প্রতিদিন হাজার হাজার হাল্কা ও ভারী যানবাহনসহ লাখ লাখ জন সাধারণ চলাচল করে থাকে অথচ সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দুলাল হোসেন রাস্তার উপর ইট-বালি-কংক্রিট ফেলে রেখে জন দুর্ভোগ সৃষ্টি করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
তার কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে উঠছে এলাকাবাসী। বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত। এ ধরণের কান্ডজ্ঞানহীণ ব্যাক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করে শাস্তি কিংবা জরিমানা ধরা উচিত। যাতে তার ঘটনা থেকেই অনেকেই শিক্ষা পায়। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সঙ্গে যোগাযাগ করা হলে তিনি জানান,রাস্তা দখল করে জনগণের চলাচলে বিঘœ সৃষ্টিকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। এ বিষয়ে অভিযান চালানো হবে রাস্তা দখলবাজদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CknUSx
February 26, 2018 at 03:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন