মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি- মাত্র ১৯ বছর বয়সে বনি কাপুরের সঙ্গে বিয়ে হয় তার মোনা সৌরি কাপুরের। মোনার চেয়ে ১০ বছরের বড় ছিলেন বনি। তাদের দুই সন্তান অর্জুন কাপুর এবং অংশুলাকে নিয়ে বেশ ভালই কাটছিল বনি, মোনার জীবন। কিন্তু, বনির জীবনে ততদিনে হাজির হয়ে যান শ্রীদেবী। মিস্টার ইন্ডিয়া-র মাধ্যমে যে সম্পর্কের সূচনা হয় বনি কাপুর এবং শ্রীদেবীর মধ্যে, তা ক্রমশ পরিণতির দিকে এগোতে শুরু করে। কিন্তু, বনি কাপুরের সঙ্গে বিচ্ছেদে একেবারেই রাজি ছিলেন না মোনা সৌরি কাপুর। তখন বাধ্য হয়েই শ্রীদেবীকে মন্দিরে গিয়ে বিয়ে করেন বনি। এরপরই জন্ম হয় বনি-শ্রী-এর প্রথম সন্তান জাহ্নবীর। কিন্তু, মোনা এবং তার দুই সন্তানের উপস্থিতিতে যেন অনিশ্চয়তায় ভুগতে শুরু করেন শ্রীদেবী। এরপর সম্পর্কের বাঁধন আর জুড়ে নেই বলেই বনি কাপুরের সঙ্গে বিচ্ছেদে রাজি হয়ে যান মোনা সৌরি কাপুর। আরও পড়ুন: সন্দেহের তীর শ্রীদেবীর স্বামীর দিকে, বনি কাপুরকে দুবাই ছাড়তে নিষেধাজ্ঞা জারি! মোনার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গেও বনি কাপুর এবং শ্রীদেবীর সম্পর্কের অবনতি হতে শুরু করে। এমনকী, জাহ্নবী এবং খুশি কাপুরকেও কখনও নিজের বোন হিসেবে মেনে নিতে পারেননি অর্জুন। আর তাই তো এক সাক্ষাতকারে শ্রীদেবী এবং বনি কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন বলে জিজ্ঞাসা করলে বেশ কড়াভাবেই জবাব দেন অর্জুন। অর্জুন বলেন, শ্রীদেবীর সঙ্গে আমার সম্পর্ক কখনও ভাল হতে পারে না। উনি শুধু মাত্র আমার বাবার স্ত্রী। এর বাইরে আর কিছু না। তবে শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক ভাল না হলেও, তার মা কখনও কাউকে অশ্রদ্ধা করতে শেখাননি বলেও ওই টেলিভিশন শো-এ মন্তব্য করেন অর্জুন কাপুর। যদিও, শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পরই সমস্ত দূরত্বকে একপাশে সরিয়ে রেখে খুশি এবং জাহ্নবীর পাশে এসে দাঁড়ান ভাই অর্জুন কাপুর। লীগের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে শান্তিপূর্ণ সমৃদ্ধ সুখী ও উন্নত জনপদে পরিণত করা। আর এ লক্ষ্য পূরণের ধাপগুলো থাকবে এবারের ইশতেহারে। আর/০৭:১৪/২৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CM2REe
February 27, 2018 at 01:48PM
27 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top