ঢাকা, ২৭ ফেব্রুয়ারি- বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র অন্ধকার জগৎ-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ হচ্ছে আগামীকাল। এই ছবিতে অভিনয় করছেন মাহিয়া মাহি। ছবিটির শুটিং শেষ করে আগামীকাল ঢাকায় ফিরছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেতা ডিএ তায়েব। মাহি বলেন, এই ছবিতে আমার বেশ কয়েকটি গেটআপ পাবে দর্শক। কারণ, আমি ছবিতে গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করছি। গল্পের চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকটি লুকে আমাকে অভিনয় করতে হয়েছে। টানা ১০ দিন শুটিং করলাম, আগামীকাল শেষ হচ্ছে ছবির একটি পর্যায়ের শুটিং। পরিচালক বদিউল আলম খোকন বলেন, আমরা ১৮ তারিখ থেকে টানা শুটিং করছি। এর মধ্যে তিন শিফট, এফডিসিসহ বেশ কয়েকটি লোকেশনে শুটিং করেছি, এখন কাজ করছি পুবাইলে। এরই মধ্যে আমরা ছবির ৪০ শতাংশ শুটিং প্রায় শেষ করেছি। একটু বিরতি দিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে আবারও দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করব। ছবি নিয়ে পরিচালক বলেন, একেবারেই অ্যাকশন ঘরানার একটি ছবি অন্ধকার জগৎ। ছবিতে মাহি এবং ডি এ তায়েব দুজনই অনেক ভালো করেছেন। আমি আমার গল্পটা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছি। আমি মনে করি, সময় উপযোগী একটি চলচ্চিত্র হবে অন্ধকার জগৎ। ছবির শুটিং আগামী মাসে শেষ হবে জানিয়ে খোকন বলেন, আমরা আর দুটি পর্যায়ে শুটিং করে কাজটি শেষ করব। আগামী মাসের ৫ তারিখ থেকে পাঁচ দিন শুটিং করব, আবার একটা বিরতি নিয়ে আবার মার্চের ২৫ তারিখ থেকে টানা কাজ করে ছবির শুটিং শেষ করব। এমএ/ ১০:২২/ ২৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FahHtg
February 27, 2018 at 04:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top