সিওল, ১৪ ফেব্রুয়ারি- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দক্ষিন কোরিয়া বিএনপি সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসুচী চলে। কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই সম্বলিত ব্যানার পোস্টার নিয়ে দূতাবাসের সামনে জড়ো হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত এই সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানানো হয় । কোরিয়া বিএনপির সভাপতি এম জামান সজল এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মুনির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক হাসিবুল কবির হাসিব, সহ-সভাপতি সম্রাট হাওলাদার রাজু, মোঃ রিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক জামান সরকার নলেজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কে এম আসাদ, সাংগঠনিক সম্পাদক ইমন রহমান, মাসুদ লি, ওয়াদুদ সরকার, ইব্রাহিম হোসেন, বাবুল হোসেন, সম্রাট হোসেন স্বপন,,ফেরদৌস টিটু,মেহেদি মাসুদ, আব্দুল লতিফ,মোহাম্মাদ হাসান, ইসমাইল হোসেন, মাজাহারুল হক পাপ্পু, মোশারেফ হোসেন, কাওসার শেখ, মামুন ঢালি, শফিকুল ইসলাম, সুমি সম্রাট, ফাতেমা আক্তার, রাজিব হোসেন, আকাশ চৌধুরি সহ স্থানীয় নেতৃবৃন্দ । আর/১০:১৪/১৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EsAuk1
February 15, 2018 at 04:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন