৮ মার্চ কোনো প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’


সুরমা টাইমস দ্বেষকঃঃআগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে জেলার জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ সুপার মিজানুর রহমান।

রোববার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিবি ওসি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের জেলার ৬টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চাই তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

এতে প্রয়োজন জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তবেই জেলা ভালো থাকবে।

এসময় উপস্থিত ইউপি চেয়ারম্যানরা পুলিশ সুপারের বক্তব্যের সাথে একমত পোষণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2E0ITaa

February 04, 2018 at 04:17PM
04 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top