নিউইয়র্ক, ১০ ফেব্রুয়ারিঃ নয়া ফিচার আনতে চলেছে ফেসবুক। অনেকেরই মনের কথা প্রকাশ হতে চলেছে এর মাধ্যমে। এবার থেকে ফেসবুকে আপত্তিকর বা অপছন্দের মন্তব্য যারা মুছে ফেলতে বা লুকিয়ে রাখতে চান, তাদের জন্য আসছে ‘ডাউনভোট’ বাটন।
এটা নিয়ে ইতোমধ্যে সীমিত আকারে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। তবে এই বটনকে ‘ডিসলাইক’ বলতে নারাজ কর্তৃপক্ষ।
অনেকদিন ধরেই ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে ‘ডিসলাইক’ করার বাটন যোগ করার জন্য অনুরোধ আসছিল।
যে ‘ডাউনভোট’ বাটন নিয়ে ফেসবুক পরীক্ষা চালাচ্ছে, তাতে ক্লিক করলে নির্দিষ্ট মন্তব্যটি আর দেখা যাবে না। তবে এই ডাউনভোট দিয়ে পুরো পোস্টটিকে আড়াল করা যাবে না বা নিউজ ফিডের র্যাংকিং এ এর অবস্থান পরিবর্তন করা যাবে না।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে লোকজনকে তাদের চেয়ে ভিন্ন এমন লোকের সঙ্গে মিশতে উৎসাহিত করা।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2smCZ1D
February 10, 2018 at 06:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন