মুম্বই, ১০ ফেব্রুয়ারিঃ কর ছাড় না পেলে ভারত থেকে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়ার হুমকি দিল আইসিসি। ভারত সরকারকে কর ছাড়ের অনুরোধের পাশাপাশি, বিকল্প ভেন্যু খোঁজার কাজও শুরু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
গতকাল এক বৈঠকের শেষে আইসিসির তরফে জানানো হয়, ‘বড় কোনও টুর্নামেন্ট হলে কর ছাড় দেওয়াটাই স্বাভাবিক। বিশ্বের যে কোনও দেশ এটাই করে থাকে। শুধু ভারতই কর ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ’রকম হলে আমাদের বিকল্প কিছু ভাবতে হবে।’
বিসিসিআই এর আশঙ্কা, সমস্যার দ্রুত সমাধান না হলে বাংলাদেশ বা শ্রীলঙ্কায় সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।
এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্তা একটি সাক্ষাৎকারে বলেন, ‘২০১১ বিশ্বকাপ পর্যন্ত কর ছাড় দিত ভারত। নিয়মটা বদলায় ২০১৬ সাল থেকে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EyqlS2
February 10, 2018 at 06:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন