মালদায় ডাকঘরে চালু পাসপোর্ট সেবাকেন্দ্র

মালদা, ২৪ ফেব্রুয়ারিঃ পাসপোর্ট তৈরির জন্য আর রায়গঞ্জ কিংবা বহরমপুরে যেতে হবে না। জেলাবাসী এই পরিসেবা এবার পেয়ে যাবে মালদা শহরের মকদমপুর ডাকঘর থেকে। পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার জানান, ভারত সরকারের ডাকঘর সংস্থা ও পাসপোর্ট সংস্থার মধ্যে গাঁটছড়া হয়েছে। দেশের প্রায় প্রতিটি প্রধান ডাকঘরগুলিতে পাসপোর্ট সেবাকেন্দ্র খোলা হবে। তবে প্রথম পর্যায়ে দেশের ২৫০টি ডাকঘর চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ৪টি সেবাকেন্দ্র চালু হয়েছে। মালদা জেলা রাজ্যের পঞ্চম পাসপোর্ট সেবাকেন্দ্র। যদিও উত্তরবঙ্গে প্রথম রায়গঞ্জে এই পরিসেবা চালু হয়। এই সেবাকেন্দ্রগুলিতে পাসপোর্টের জন্য আবেদন করা থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র এমনকি জৈবিক তথ্যও এখানেই নেওয়া হবে।

তিনি আরও জানান, পাসপোর্ট আবেদনকারীর যাবতীয় তথ্য ইনটারনেটের মাধ্যমে আপলোড করে বহরমপুর পাঠিয়ে দেওয়া হবে। কাগজ ভেরিফিকেশন ও অন্যান্য ভেরিফিকেশনের পর পোস্ট অফিস মারফত আবেদনকারীরা বাড়িতে বসে পাসপোর্ট পেয়ে যাবেন। তবে মকদমপুর ডাকঘর পাসপোর্ট সেবাকেন্দ্র এখন একটি শিবির ভিত্তিক চলবে। পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট অফিসে রূপান্তরিত হবে। মালদা জেলার সঙ্গেই বর্ধমান, ব্যারাকপুর ও দার্জিলিংয়ে পাসপোর্ট সেবাকেন্দ্র চালু হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GFANob

February 24, 2018 at 05:17PM
24 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top